ক্যারামেল পুডিং


যা লাগবে, 
দুধ আধা লিটার, ডিম চারটি, চিনি ১০০ গ্রাম, কর্ণ ফ্লাওয়ার এক টেবিল চামচ, লবন সামান্য, এলাচ দুইটি, দারুচিনি এক টুকরো 

প্রণালী: প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারুচিনি তুলে ফেলুন 

তৈরি: একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন যতক্ষণ চিনি বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা নরম মনে হলে আরও দুটি সিটি দিন 

তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং ঠান্ডা করে পরিবেশন করুন